Monday, May 7, 2012

মেটাট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল করা


পূর্বে যে ইন্ডিকেটর গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর। এছাড়াও ইন্টারনেটে অনেক ইন্ডিকেটর পাওয়া যায়।

যেভাবে মেটাট্রেডারে অতিরিক্ত ইন্ডিকেটর যোগ করবেনঃ

১.প্রথমে আপনার ইন্ডিকেটরটি কপি করুন। ইন্ডিকেটর সাধারানত mq4, ex4, mq5, ex5 ফরম্যাটে হবে।
২.তারপর যেই ফোল্ডারে আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি আছে সেই ফোল্ডারে যান।
৩.তারপর নিচের ধাপসমূহ অনুসরন করুনঃ
C:\Program files\[MetaTrader-folder]\experts\indicators
৪.তারপর indicators ফোল্ডারে ইন্ডিকেটরটি পেস্ট করুন।



৫.তারপর আপনার মেটাট্রেডার সফটওয়্যারটি রিস্টার্ট করুন।
৬.ইন্ডিকেটরটি আপনার চার্টে যোগ করার জন্য আপনার মেটাট্রেডার সফটওয়্যার থেকে Insert > Indicators > Custom. তারপর আপনার ইন্ডিকেটরটি সিলেক্ট করুন।



1 comment:

  1. মেটা ট্রেডারে ইন্ডিকেটর ইন্সটল করাতো তেমন কোন কঠিন কিছুই না। কাঙ্খিত ইন্ডিকেটর টি ডাউনলোড করে সেটি কপি করে কম্পিউটারের সি ড্রাইভে আমার OctaFX ব্রোকারের মেটা ট্রেডারের Indicators ফোল্ডারে সেটি কপি করে দিলেই ইন্সটল হয়ে যায়। তবে আমি Parabolic SAR, Moving average, Bollinger Bands সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আমার ব্রোকার OctaFX ডিফল্টভাবেই প্রভাইড করে থাকে। ফলে ট্রেডিং নিয়ে আমার তেমন কোন সমস্যাই হয় না।

    ReplyDelete