Tuesday, May 8, 2012

অ্যানালাইসিস কি?


প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ


  • ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
  • টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
  • সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)

আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।


এটা অনেকটা ৩ পা-ওয়ালা একটি টুলের মত। যদি এর কোন একটি পা ভেঙ্গে যায়, তাহলে টুলটি ভেঙ্গে যাবে এবং আপনিও মাটিতে পড়ে যাবেন। ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।

1 comment:

  1. ফরেক্সে ২ ধরনের কমন এনালাইসিস আছে। ফান্ডামেন্টাল এনালাইসিস এবং টেকনিক্যাল এনালাইসিস। ফান্ডামেন্টাল এনালাইসিস বলতে মূলত মার্কেট এর গুরুত্বপূর্ণ নিউজ গুলা এনালাইসিস করে, বর্তমান কারেন্সি মূল্য বাড়বে অথবা কমবে সেটার একটা ধারনা পাওয়া যায়। আর এই সবই আমি শিখেছি OctaFX ব্রোকার এর ফ্রি ওবেনিয়ার এর অংশ নিয়ে। অপর দিকে টেকনিক্যাল এনালাইসিস বলতে ট্রেডিং চার্ট এনালাইসিস করে ট্রেড করাকে বুঝায়। টেকনিক্যাল এনালাইসিস এর জন্য আমরা সকলেই সাধারণত বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে থাকি, যাতে করে আমাদের এনালাইসিস সঠিক ফলাফল দিতে পারে।

    ReplyDelete