অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে যে কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের পরিমান বৃদ্ধি সহ বিভিন্ন ইভেন্ট কিভাবে কেন এবং কিভাবে দেশের অর্থনীতিতে ভুমিকা রাখে এই সকল বিষয় গুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আপনাকে গুরুত্ব দিতে হবে।
কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের অরথনিইতিক অবস্থা যদি আরও ভাল হত তবে আরও বিদেশি বিনিয়গকারি এই দেশে বিনিয়োগ করতে ও ব্যবসা সম্প্রসারন করতে আগ্রহী হত। ফলশ্রুতিতে বাংলাদেশের টাকার ভ্যালু অনেক বেরে জেত। অন্যান্য কারেন্সির ক্ষেত্রেও একই রকম।
এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ
- দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী
- দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম
অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবে। আর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে।
পরবর্তীতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের অন্য আর্টিকেলগুলোতে আপনি জানতে পারবেন বিভিন্ন নিউজ, তাদের ইফেক্ট এবং কিভাবে সেগুলো বুঝে ট্রেড করতে হয় এই সম্পর্কে।
ফরেক্স ট্রেডিংয়ে মূলত ২ ধরনের এনালাইসিস চালু আছে। টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেনটাল এনালাইসিস। দুইটাই বেশ গুরুত্বপূর্ণ। আপনি একটাকে বাদ দিয়ে অন্যটাকে ব্যবহার করে সহজভাবে প্রফিটস করতে পারবেন না। ফান্ডামেন্টাল এনালাইসিস মূলত মার্কেট নিউজের উপর নির্ভর করে এনালাইসিস করা। OctaFX এর সাথে ট্রেড করার কারণে, এনালাইসিস নিয়ে আমার তেমন একটা চিন্তা করতে হয় না। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, উভয় এনালাইসিস ই আমি সবসময় ফ্রীতেই পেয়ে থাকি। খুবই উপকারী একটা ব্রোকার।
ReplyDelete