Saturday, May 12, 2012

ট্রেন্ড লাইন


টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় একটি টুলস হল ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন সহজেই বোঝা যায়। ট্রেন্ড লাইন যদি সঠিকভাবে আকা যায় তবে তা অন্য যেকোনো মেথড থেকে ভাল ফলাফল দেয়। কিন্তু অধিকাংশ ট্রেডার সঠিকভাবে ট্রেন্ড লাইন আঁকতে পারে না এবং জোর করে ট্রেন্ড লাইন আকে জার ফলে তা কার্যকর হয় না।

ট্রেন্ড লাইন আঁকার জন্য মেটা ট্রেডার এর টুলস থেকে ট্রেন্ড লাইন টুল দিয়ে লাইন টানতে হয়।

লো পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয় এবং হাই পয়েন্টগুলো একটি ট্রেন্ড লাইনের মাধ্যমে কানেক্ট করতে হয়।

যদি কোন ক্যানডেল ট্রেন্ড লাইন ক্রস করে ওপরে বা নিচে চলে যায়, তখন বুঝতে হবে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে।

নিচের চার্টটি ফলো করুনঃ



ট্রেন্ড ৩ রকমঃ


  • আপট্রেন্ড (higher lows)
  • ডাউনট্রেন্ড (lower high)
  • সাইডওয়ে ট্রেন্ড (ranging)

আপট্রেন্ডে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। তাই আপনি বাই করতে পারবেন। ডাউনট্রেন্ডে মার্কেট নিম্নমুখী থাকে। তাই আপনি সেল করতে পারবেন। সাইডওয়ে ট্রেন্ডে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তাই সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড না করাই ভাল।



ট্রেন্ড লাইন সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ

অন্তত ২টি টপ (top) অথবা বটম (bottom) পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হয়। তবে ৩টি পয়েন্ট হলে ট্রেন্ড লাইন কনফার্ম হয়।
সাপোর্ট এবং রেসিসট্যান্স লাইনের মত যতই প্রাইস ট্রেন্ড লাইনগুলোকে টেস্ট করবে, ট্রেন্ড লাইনগুলো তত শক্তিশালী হবে।
জোর করে ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করবেন না যদি। সেক্ষেত্রে তা ভ্যালিড ট্রেন্ড লাইন হবে না।

7 comments:

  1. InstaForex bring new forum for Bangladeshi people.

    Join Now and learn forex into mother language.

    http://forex-bangla.com/forum.php?x=4684
    plz open account under my reff link

    ReplyDelete
  2. ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস এর ব্যবহার অত্যধিক। আর ট্রেন্ড লাইন হলো এর মধ্যে সেরা। যিদিও প্রাথমিক পর্যায়ে এটা ঠিক করা অনেক কঠিন ব্যাপার। কিন্তু আপনি যদি একটা ভাল ব্রকার এর ট্রেডিং প্লাটফর্ম ব্যবহার করেন তাহলে আশা করি এটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। এদিক থেকে আমি OctaFx কেই সমর্থন করব। কারন এটা খুবই ব্যবহার উপযোগী এবং বুঝাও সহজ।

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. OctaFX er dalal ad dete ashse, valo kiso janle share koren

      Delete
  3. Free forex signals and analysis.
    http://www.forexfunction.com/

    Check our monthly performance. monthly average 1500 pips
    http://www.forexfunction.com/performance

    Weekly Technical analysis
    http://www.forexfunction.com/forex-analysis

    Forex trading strategy
    http://www.forexfunction.com/forex-trading-strategy

    ReplyDelete
  4. ২০১৩ সালের বাংলাদেশের ফরেক্স কমিউনিটিতে সাড়া জাগানো ১ মাসে বিনিয়োগের ১০০% মুনাফার মূল পরিকল্পনাকারী এবং MFX Center এর প্রতিষ্ঠাতা Rocky Hasan, এবার নতুন আঙ্গিকে নিয়ে এসেছে নতুন একটি উদ্যোগ। MFX Center এবার বাংলাদেশের ফরেক্স কমিউনিটিতে প্রথম বিনিয়োগ পরিচালনার(Fund Management) উদ্যোগ নিয়ে এসেছে। প্রতি মাসে ৪-১০% সুদবিহীন মুনাফা এবং ১০০% হালাল মুনাফা অর্জন করতে পারবেন শুধুমাত্র আপনার পুরো পুঁজির মাত্র ১০% রিস্ক নিয়ে। সবেচেয়ে বড় ব্যাপার হলো, কারো কাছে কোন টাকা হাত বদল করতে হবে না, নিজের একাউন্টে টাকা রেখে প্রতি মাসে আপনার পুঁজি বাড়তে দেখুন। এই উদ্যোগে আপনারা যেসব সুবিধা পাবেনঃ
    ১, মাত্র $১০০০ দিয়ে ট্রাইল ইনভেস্ট করার সুযোগ
    ২, অল্প ড্র-ডাউনে অসিমিত লাভের সম্ভাবনা, পুরো পুঁজির মাত্র ১০% রিস্ক থাকবে বিনিয়োগকারীর
    ৩, ১০০% নিখুত রিস্ক ম্যানাজমেন্ট, প্রতি ট্রেডে নুন্যতম পুঁজি ব্যাবহার
    ৪, প্রতি মাসের প্রফিটের উপরে মাত্র ৪০% পারফর্মেন্স ফি
    ৫, প্রতি মাসে ২%* এর নিচে প্রফিট থাকলে প্রফিটের উপরে পারফর্মেন্স ফি ফ্রি
    ৬, ফান্ড ম্যানেজ হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এনালিস্ট এর পরামর্শ দ্বারা।বিস্তারিতঃ www.mfxcenter.net/index.php/investment-consultancy/
    ৭, নিবেদিত কাস্টমার সাপোর্ট
    ৮, এগ্রিমেন্ট বেসড ইনভেস্টমেন্ট এবং নিজের একাউন্টে টাকা রেখেই মুনাফা পাওয়ার সুযোগ
    ৯, ব্রোকার থেকে ভি আই পি সাপোর্ট এবং ডিপোসিট ফি বিহীন বিনিয়োগ
    বিস্তারিত জানতে ইমেইল করুনঃ help@mfxcenter.net

    *শর্ত প্রযোজ্য

    ReplyDelete
  5. Need to learn more easily about trend line drawing. Read this article.
    Trend Lines & How to Draw & Use them Correctly

    If you can draw trend line. You can use this trend line for getting new signals. Here is a free trading strategy on trend line. Scalping Strategy of Trend Line Breakout with 45 EMA

    ReplyDelete