Monday, May 7, 2012

Stochastic


Stochastic হল আরেকটি ইন্ডিকেটর যা আমাদের কখন ট্রেন্ডের সমাপ্তি হতে পারে তা নির্দেশ করে।

Stochastic মার্কেট overbought না oversold তা নির্দেশ করে।



Stochastic ব্যবহার করে কিভাবে ট্রেড করতে হয়ঃ

Stochastic আমাদের বলে দেয় কখন মার্কেট overbought এবং কখন মার্কেট oversold.

Stochastic এ ০ থেকে ১০০ পর্যন্ত একটি স্কেল আছে। যখন Stochastic লাইন ৮০'র ওপরে থাকে (অর্থাৎ লাল ডট ডট লাইনের ওপরে থাকে), তখন বুঝতে হবে যে মার্কেট এখন overbought. আর যখন Stochastic লাইন ২০'র নিচে থাকে (অর্থাৎ নীল ডট ডট লাইনের নিচে থাকে), তখন বুঝতে হবে যে মার্কেট এখন oversold.

আর আমরা জানি যে মার্কেট যখন oversold থাকে তখন আমরা বাই করি, এবং মার্কেট যখন overbought থাকে তখন আমরা সেল করি।


ওপরের চার্টটি দেখুন। Stochastic অনেকক্ষণ থেকেই overbought অবস্থা দেখাচ্ছে। এই চার্ট দেখে আপনার কি মনে হচ্ছে? প্রাইস এরপর কোথায় যেতে পারে?



আপনার উত্তর যদি হয়ে থাকে যে প্রাইস এখন কমবে তাহলে আপনি একদম সঠিক। কারন মার্কেট অনেকক্ষণ ধরেই overbought অবস্থায় আছে, তাই এই অবস্থায় এখন প্রাইস কমে যেতে বাধ্য।

Stochastic ইন্ডিকেটরের বেসিক কার্যপ্রণালী এটাই। অনেক ট্রেডার Stochastic কে অন্যভাবেও ব্যবহার করেন। কিন্তু মার্কেটের overbought অথবা oversold অবস্থা বোঝাতেই Stochastic ইন্ডিকেটরটি মূলত ব্যবহৃত হয়।


2 comments:

  1. Stochastic ইন্ডিকেটর টা আমি বহুবার ডেমোতে ট্রাই করেও বুঝে উঠতে পারি নাই। বেশ কিছু ভিডিও টিউটরিয়ালও দেখেছি। তবুও এই ইন্ডিকেটর কিভাবে কাজ করে, তাই ধরে উঠতে পারি নাই। আমি সাধারনত Parabolic SAR, RSSI, Moving Average এবং Bollinger Band ইন্ডিকেটর ব্যবহার করেই ট্রেড করতে পছন্দ করি। আর OctaFX ব্রোকারে ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা বেশ সহজ এবং লাভজনক। কোন ঝামেলা নাই ছাড়াই নিজ ইচ্ছেমত মেটা ট্রেডারকে ব্যবহার করা যায়। তাছাড়া, ব্রোকার নিজেই তো ফ্রি এনালাইসিস দিচ্ছে নতুন সকল ট্রেডারদের।

    ReplyDelete
  2. Stochastic ইন্ডিকেটর টা ব্যবহার সহজ হলেও এর কার্যকারীতা সব সশয়ই সঠিক থাকে। দেখা গেছে, আমার অন্যান্য ইন্ডিকেটর আমাকে ভিন্ন ইঙ্গিত দিলেও আমি কেবল Stochastic ইন্ডিকেটর কে অনুসরণ করেই প্রফিটস করতে সক্ষম হয়েছি। OctaFX ব্রোকারে ইন্ডিকেটর ব্যবহারে কখনোই সমস্যা হয় নাই। প্রয়োজনীয় সব ইন্ডিকেটর মেটা ট্রেডার প্লাটফর্মেই দেয়া থাকে। তাই ট্রেডিং করেও বেশ মজা পাওয়া যায়।

    ReplyDelete