Saturday, May 12, 2012

সাপোর্ট এবং রেসিসটেন্স


আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।
আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।
তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।



উপরের ছবিটি দেখুন। এখানে একটি জিগজ্যাগ প্যাটার্ন দেখা যাচ্ছে।
ধরুন মার্কেট আপট্রেন্ডে রয়েছে। এখানে মার্কেট সর্বোচ্চ বাড়ার পর যে প্রাইসে আবার তা কমে যেতে শুরু করে সেটাই রেসিসটেন্স।
অর্থাৎ, বেড়ে যাওয়ার পর সর্বোচ্চ পয়েন্টটিই হল রেসিসটেন্স লেভেল।
আবার কমে সর্বনিম্ন যত নিচে যায়, সেই পয়েন্টটি হল সাপোর্ট লেভেল।
মার্কেট ডাউনট্রেন্ডে থাকলেও একইরকম।


সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ

একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।
অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে।
ক্যানডেলস্টিক চার্টে এই মার্কেট টেস্টসমূহকে এভাবে দেখান যেতে পারেঃ




চার্টটি দেখুন। দেখা যাচ্ছে মার্কেট ২ বার ১.৪৭০০ সাপোর্ট লেভেল ব্রেক করেছে।
কিন্তু মার্কেট সাথে সাথেই আবার ওপরে উঠে গেছে অর্থাৎ সাপোর্ট লেভেল আসলে ভাঙ্গেনি।
মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে।


তাহলে কিভাবে বুঝবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল সত্যিই ব্রেক হয়েছে?

এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই।
তবে কেউ কেউ বলে প্রাইস যদি আগের লেভেলে ক্লোজ হয় তবেই সাপোর্ট এবং রেসিসটেন্স ব্রেক হয়েছে বোঝা যায়।
কিন্তু এটা যে সবসময় হয় তা নয়।

নিচের চার্টটি দেখুন। প্রাইস ১.৪৭০০ এর অনেক নিচে গিয়েছে। কিন্তু পরে আবার বেড়ে গিয়েছে।



কিন্তু সাপোর্টটি আসলে ব্রেক হয়নি। এটি এখনও অপরিবর্তিত রয়েছে এবং অনেক শক্তিশালী। এখন যদি আপনি আপনার বাই ট্রেড ক্লোজ করে সেল ট্রেড দিতেন, হয়ত আপনি লসের সম্মুক্ষীণ হতেন।

আপনি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তবে আপনি সহজেই সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করতে পারবেন।


সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে কিছু তথ্য


  • যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে। আবার যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে
  • মার্কেট সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল যত বেশি টেস্ট করে, ঐ সাপোর্ট বা রেসিসটেন্স তত বেশি শক্তিশালী হয়।






11 comments:

  1. সাপোর্ট এবং রেসিসটেন্স ফরেক্স মার্কেটে অত্যন্ত গুরুত্তপুর্ন একটা বিষয়। আমি যখন প্রথম OctaFX Broker এ যোগ দেই তখন থেকেই আমি এই স্ট্রাটেজিটা ভাল করে শিখে নেই। এটা ব্যবহার করে আমি অনেক টাকা ইনকাম করেছি। আমার মনে হয় সকল নুতুন ট্রেডারদের এটা ফলো করা উচিত।

    ReplyDelete
  2. ক্যান্ডেল স্টিক চার্ট ফলো করেই ফরেক্স মার্কেট থেকে খুব সহজেই প্রফিটস করা সম্বভ। আবার ক্যান্ডেল স্টিকের সাথে সাপোর্ট এবং রেসিস্টেন্স পয়েন্ট অনুসরণ করে ট্রেড করলে আমি মনে করি প্রফিটস অবশ্যই নিশ্চিত হয়ে যায়। আর নিরাপদ ট্রেডিংয়ের জন্য আমি সর্বদাই OctaFX ব্রোকার প্রিফার করি। কারণ আমি জানি, OctaFx এর সাথে আমার ট্রেড সবসময়ই নিরাপদ।

    ReplyDelete
  3. ২০১৩ সালের বাংলাদেশের ফরেক্স কমিউনিটিতে সাড়া জাগানো ১ মাসে বিনিয়োগের ১০০% মুনাফার মূল পরিকল্পনাকারী এবং MFX Center এর প্রতিষ্ঠাতা Rocky Hasan, এবার নতুন আঙ্গিকে নিয়ে এসেছে নতুন একটি উদ্যোগ। MFX Center এবার বাংলাদেশের ফরেক্স কমিউনিটিতে প্রথম বিনিয়োগ পরিচালনার(Fund Management) উদ্যোগ নিয়ে এসেছে। প্রতি মাসে ৪-১০% সুদবিহীন মুনাফা এবং ১০০% হালাল মুনাফা অর্জন করতে পারবেন শুধুমাত্র আপনার পুরো পুঁজির মাত্র ১০% রিস্ক নিয়ে। সবেচেয়ে বড় ব্যাপার হলো, কারো কাছে কোন টাকা হাত বদল করতে হবে না, নিজের একাউন্টে টাকা রেখে প্রতি মাসে আপনার পুঁজি বাড়তে দেখুন। এই উদ্যোগে আপনারা যেসব সুবিধা পাবেনঃ
    ১, মাত্র $১০০০ দিয়ে ট্রাইল ইনভেস্ট করার সুযোগ
    ২, অল্প ড্র-ডাউনে অসিমিত লাভের সম্ভাবনা, পুরো পুঁজির মাত্র ১০% রিস্ক থাকবে বিনিয়োগকারীর
    ৩, ১০০% নিখুত রিস্ক ম্যানাজমেন্ট, প্রতি ট্রেডে নুন্যতম পুঁজি ব্যাবহার
    ৪, প্রতি মাসের প্রফিটের উপরে মাত্র ৪০% পারফর্মেন্স ফি
    ৫, প্রতি মাসে ২%* এর নিচে প্রফিট থাকলে প্রফিটের উপরে পারফর্মেন্স ফি ফ্রি
    ৬, ফান্ড ম্যানেজ হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এনালিস্ট এর পরামর্শ দ্বারা।বিস্তারিতঃ www.mfxcenter.net/index.php/investment-consultancy/
    ৭, নিবেদিত কাস্টমার সাপোর্ট
    ৮, এগ্রিমেন্ট বেসড ইনভেস্টমেন্ট এবং নিজের একাউন্টে টাকা রেখেই মুনাফা পাওয়ার সুযোগ
    ৯, ব্রোকার থেকে ভি আই পি সাপোর্ট এবং ডিপোসিট ফি বিহীন বিনিয়োগ
    বিস্তারিত জানতে ইমেইল করুনঃ help@mfxcenter.net

    *শর্ত প্রযোজ্য

    ReplyDelete
  4. Looking for Free Forex Signals. Daily live signals on Eurusd, Gbpusd, Gold
    Free Forex Signals

    Here you will get Free Forex VPS Server

    ReplyDelete
  5. GIC Market is The Trading Name For Global Integrated Capitech Markets, we are one of the rapidly growing Online Forex & CFD’s Brokerage Service with a management of Over 20 Years Experience in the Industry, GIC Markets Was Setup to Offer traders Cutting Edge Services in the World of Financial markets trading.
    At GIC Markets we are able to protect our client’s funds by working strictly with Regulated Liquidity Providers are across the Globe. With strict compliance and regulation our clients funds are required by the regulator to be 100% segregated from the Liquidity Provider’s Funds, Our Liquidity Providers Combine are capitalized to the tune of over Seven hundred Million USD ( $700,000,000).

    Why US-

    STP Brokerage

    We Offer fast trading Execution

    24/5 hours Support

    Fast Deposit and Withdrawal

    EA and Customized Indicators

    Market Research

    Innovative Products and Services

    Low Spreads and Margin

    ECN Broker | Fast Execution | No fee on Deposit | Fast Withdraw

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. To get EA trading success you need a professional Forex VPS. FxSVPS giving you Forex VPS just at 2 USD monthly.

    ReplyDelete
  8. To Run this kind of best trading EA on your meta-trader, you need Forex VPS hosting. Best at VPS services.

    ReplyDelete
  9. First of all thanks for your nice article. I am using Forex VPS for long term. And I think if you love trading using Forex EA then you must have to use low latency Forex VPS provider. Before using Forex VPS just know about it properly and use it in proper ways.

    ReplyDelete